Home My Fb Contact About
 
নিউজ My Horse ♥ amartn24 এর পক্ষ থেকে সবাই কে জানাই, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন টিপস এবং দেশ আর দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আজগর আলীী। My Horse  

আলকুরআনের পাতা থেকে (সূরাতুল বাকারাহ: আয়াত ০১--- ২০)।

আলকুরআনের পাতা থেকে (সূরাতুল বাকারাহ: আয়াত ০১--- ২০)। 
  সূরাতুল বাকারার শুরুতে তথা প্রথম দু' রুকূতে ( আয়াত ০১-২০) আল্লাহ মানবজাতিকে তিন শ্রেণিতে বিভক্ত করেছেন। ২--৫ থেকে চারটি আয়াতে মুত্তাকী তথা আল্লাহভীরু, আয়াত ৬ ও ৭ এ কাফির তথা অবিশ্বাসী এবং ৮ আয়াত থেকে ২০  আয়াত পর্যন্ত মুনাফিকদের বিবরণ দেয়া হয়েছে। 
     ক) আয়াত ১-৫
সারসংক্ষেপ :
আলিফ লা-ম মীম। ২ নং আয়াতে আলকুরআনের খুব সংক্ষিপ্ত কিন্তু অতি গুরুত্বপূর্ণ পরিচয় তুলে ধরা হয়েছে।  বলা হয়েছে, আলকুরআন এমন একটি কিতাব তথা মহাগ্রন্থ যাতে কোনো সন্দেহের অবকাশ নেই।  এ কিতাব মুত্তাকীদের জন্য হুদা তথা দিক-  নির্দেশনা। ৩, ৪ ও ৫ আয়াতে মুত্তাকীদের গুণাবলী তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যারা (১) অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, (২) সলাত প্রতিষ্ঠা করে, (৩) আল্লাহ প্রদত্ত জীবিকা খরচ করে, ( ৪) রাসূল স: এর প্রতি এবং তাঁর পূরবর্তীদের যা নাযিল করা হয়েছে ( আসমানী কিতাবসমূহ) তার উপর বিশ্বাস স্থাপন করে এবং (৫) আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন গকরে তারাই মুত্তাকী আর প্রকৃতপক্ষে তারাই সঠিক পথের উপর আছে এবং তারাই সফলকাম।


আলোচনায়ঃঃ
আমার শ্রদ্ধেয় স্যার,
জনাব মোঃ মোক্তার আলী স্যার।
প্রভাষক (অবসর প্রাপ্ত), সরকারী কেশবপুর কলেজ, কেশবপুর, যশোর।
(পোস্টি স্যারের ফেসবুক থেকে সংগৃহীত)।


কিছু কথাঃ
পবিত্র আলকুরআনের বিভিন্ন সূরার আয়াত থেকে স্যার যে সকল আলোচনা করবেন, তা আমি আমার এই ওয়েব সাইডে "আলকুরানের আলো" ক্যাটাগরিতে পোস্ট করব ইনশাআল্লাহ।  

আল্লাহপাক আমাদেরকে যেন স্যারের আলোচনা বোঝা মানা এবং আমল করার তৌফিক দান করেন (আমিন)

Post a Comment

0 Comments