Home My Fb Contact About
 
নিউজ My Horse ♥ amartn24 এর পক্ষ থেকে সবাই কে জানাই, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন টিপস এবং দেশ আর দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আজগর আলীী। My Horse  

যশোরের চৌছায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

যশোরের চৌছায় বজ্রপাতে খলিলুর রহমান (১৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

খলিলুর রহমান উপজেলার ফুলসারা ইউনিয়ের চান্দা আফরা গ্রামের শাহিন গাজীর ছেলে। একই সময় তিন কৃষক আহত হয়েছে। শুক্রবার চান্দা আফরা গ্রামের মাঠে ধান কাটার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহতরা হলেন, একই গ্রামের রাহাত আলীর ছেলে কিনায়েত গাজী (৫০), আয়ুব গাজীর ছেলে আতিয়ার রহমান (৫০), আকরাম গাজীর ছেলে বাবু গাজী (৩৫)।

স্থানীয়রা জানান, চাঁন্দা আফরা মাঠে চারজন ধান কাট ছিল। সকাল ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। এর মধ্যে কয়েকবার বজ্রপাত হয়। এসময় খলিল ঘটনাস্থলে ভর্তি করা হয়। আর আতিয়ার রহমান কে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার দেলোয়ার হোসেন জানান, আতিয়ার রহমানের অবস্থা এই মুহূর্তে বলা যাচ্ছেনা।

ফুলসারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments