Home My Fb Contact About
 
নিউজ My Horse ♥ amartn24 এর পক্ষ থেকে সবাই কে জানাই, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন টিপস এবং দেশ আর দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আজগর আলীী। My Horse  

বিসিএস_বিজ্ঞানঃ #বিগত_বিসিএসে_আলো_থেকে_আসা_প্রশ্নাবলী-


১. লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? (২৯ তম)

   -কালো।


২. অপটিক্যাল ফাইবার হচ্ছে? (৩১ তম)

   -খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল।


৩. কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়? (৩১ তম)

   -৪০০ থেকে ৭০০ ন্যানো মিটার।


৪. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? (৩২ তম)

  -পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন।


৫. হীরক উজ্জ্বল দেখায় কেন? (৩১ তম)

    -পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের জন্য।


৬. আকাশ নীল দেখায় কেন? (১৫ তম)

  -নীল  আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।


৭. রঙধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? (১১ তম)

   -প্রিজমের কাজ করে।


৮. টেলিভিশনের রঙ্গিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙ এর ছবি ব্যবহার করা যায়? (২৮ তম)

    -০৩ টি।


৯. সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? (২৬ তম)

   -লাল আলোতে।


১০. যে মসৃন তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে? (২০ তম)

   -দর্পণ।


১১. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখায় কেন? (১২ তম)

   -আলোর প্রতিসরণের জন্য।


 

১২. যে তিনটি মূখ্য বর্ণের সাহায্যে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়? (১০ তম)

   - আসমানী, সবুজ ও লাল  (আসল)।


১৩. চাঁদ দিগন্তের কাছে বড় দেখায় কেন?

   -বায়ুমন্ডলীয় প্রতিসরণের জন্য।


Post a Comment

0 Comments