১. লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? (২৯ তম)
-কালো।
২. অপটিক্যাল ফাইবার হচ্ছে? (৩১ তম)
-খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল।
৩. কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়? (৩১ তম)
-৪০০ থেকে ৭০০ ন্যানো মিটার।
৪. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? (৩২ তম)
-পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন।
৫. হীরক উজ্জ্বল দেখায় কেন? (৩১ তম)
-পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের জন্য।
৬. আকাশ নীল দেখায় কেন? (১৫ তম)
-নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
৭. রঙধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? (১১ তম)
-প্রিজমের কাজ করে।
৮. টেলিভিশনের রঙ্গিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙ এর ছবি ব্যবহার করা যায়? (২৮ তম)
-০৩ টি।
৯. সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? (২৬ তম)
-লাল আলোতে।
১০. যে মসৃন তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে? (২০ তম)
-দর্পণ।
১১. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখায় কেন? (১২ তম)
-আলোর প্রতিসরণের জন্য।
১২. যে তিনটি মূখ্য বর্ণের সাহায্যে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়? (১০ তম)
- আসমানী, সবুজ ও লাল (আসল)।
১৩. চাঁদ দিগন্তের কাছে বড় দেখায় কেন?
-বায়ুমন্ডলীয় প্রতিসরণের জন্য।
0 Comments