Home My Fb Contact About
 
নিউজ My Horse ♥ amartn24 এর পক্ষ থেকে সবাই কে জানাই, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন টিপস এবং দেশ আর দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আজগর আলীী। My Horse  

লাশ আনতে গিয়ে সড়কে লাশ হলেন পরিবারের ৫ জন

 


বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে এক শিশুর লাশবাহী এ্যাম্বুলেন্সের সাথে কাভার্ডভ্যান ও বাসের ত্রিমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ এ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হয়েছে। মাত্র ৩ দিনের শিশুর লাশ দাফন করতে গ্রামের বাড়িতে আসার পথে মা, বাবা, চাচা, মামা ও দাদী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় নিহতদের গ্রামে শোকের মাতম চলছে। এ ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছে।


বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া রাস্তার মুখে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।



ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল ব্যাহত হয়।

নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য।



নিহত ৬ জন হলো ঝালকাঠী জেলার বাউকাঠী গ্রামের সেরাজুল রাড়ির পুত্র আরিফ হোসেন রাড়ি (৩৫) ও তারেক হোসেন কাউয়ূম রাড়ি (২৭), মেয়ে শিউলী বেগম (৩০), স্ত্রী কহিনুর বেগম (৬৫) ও মামা নজরুল ইসলাম (২৮)। অপরজন এ্যাম্বুলেন্স চালক কুমিল্লার মো. আলমগীর। তারা ৩ দিন বয়সী শিশু তামান্নার লাশ নিয়ে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সে ঝালকাঠীর বাড়ি ফিরছিলেন।   

উজিরপুর থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে এক শিশুর লাশ নিয়ে পরিবারের সদস্যরা একটি এ্যাম্বুলেন্সযোগে ঝালকাঠীর উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে আটিপাড়া রাস্তারমুখ অতিক্রমকালে বিপরীতমুখি একটি কভার্ডভ্যানের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।


এ্যাম্বুলেন্সের পেছনে থাকা একটি বাস পেছন থেকে এ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে এ্যাম্বুলেন্সটি চ‚র্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলে এ্যাম্বুলেন্সর ৬ যাত্রী নিহত হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী। আহত হয় বাসের ১০ জন যাত্রী। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।  

নিহতদের পরিবারের লোকজন জানায়, আরিফ ঢাকায় চাকরি করে। বিয়ের সাত বছর পরে ঢাকার উত্তরা একটি হাসপাতালে তাদের কন্যা সন্তান জন্ম নেয়। অসুস্থ অবস্থায় গতকাল মঙ্গলবার মারা যায় সে। লাশ আনতে ঝালকাঠি থেকে ঢাকা যান আরিফের মা কহিনুর ও বোন শিউলী। অন্যরা ঢাকাতেই থাকতেন। লাশ নিয়ে বুধবার ঝালকাঠি বাড়ির উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্সযোগে রওয়ানা হয় তারা। বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের ত্রিমুখি সংঘর্ষে তারা সবাই ঘটনাস্থলেই মারা যায়।


ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের ইউপি সদস্য চুন্নু সিকদার বলেন, ৩ দিনের বাচ্চা হাসপাতালে বসে মারা যায়। তাকে দাফন করার জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সে থাকা শিশু তামান্নার বাবাসহ পরিবারের কয়েকজন মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।   


সূত্রঃ  বিডি প্রতিদিন

Post a Comment

0 Comments