Home My Fb Contact About
 
নিউজ My Horse ♥ amartn24 এর পক্ষ থেকে সবাই কে জানাই, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন টিপস এবং দেশ আর দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আজগর আলীী। My Horse  

কেশবপুর বজ্রপাতে যুবকের মৃত্যু।

কেশবপুর উপজেলার  সাগরদাঁড়ি ইউনিয়নে কোমরপুর গ্রামে  সন্দিপ দাস (২০) নামে বজ্রপাতে এক  যুবকের মৃত্যু হয়েছে। 
সে ওই গ্রামের সুজিত দাসের ছেলে।এলাকাবাসী জানায়, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের সুজিত দাসের ছেলে সন্দিপ দাস ওরফে লালু (২০) নারিকেল পাড়াতে গাছে উঠেন। ওই সময় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে পাশের নারিকেল গাছে বজ্রপাত ঘটে। এ ঘটনায় তিনি নিচে পড়ে মারা যান। 


Post a Comment

0 Comments