Home My Fb Contact About
 
নিউজ My Horse ♥ amartn24 এর পক্ষ থেকে সবাই কে জানাই, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন টিপস এবং দেশ আর দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আজগর আলীী। My Horse  

ভিক্ষার টাকা প্রদানকারী সেই মহাৎ ব্যক্তিকে জমি দিচ্ছে সরকার।


ভিক্ষুক নজিমের আসমানের মতো হৃদয় নিয়ে গতকাল সন্ধ্যায় খবর প্রকাশ করে যমুনা টেলিভিশন। সঙ্গে সঙ্গে তা প্রধানমন্ত্রীর গোচরে আসে। কাল রাতেই নজিমের বাড়িতে ইউএনওকে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর তরফ থেকে তাকে জানানো হয়, সরকার একটি জমি দিবে, সেখানে তাকে বাড়ি করে দিবে, আজীবন চিকিৎসা ব্যয় বহন করবে এবং আর যাতে ভিক্ষা করে খেতে না হয় সেজন্য একটি দোকান করে দেয়া হবে। আজ নজিম সাহেবকে জেলা প্রশাসন অফিসে আনা হয়। প্রশাসক এ সংক্রান্ত কাগজপত্র তার হাতে তুলে দেন ।

সংগৃহিত

Post a Comment

0 Comments