শুধরে যা
মো: মোক্তার আলী
২৫/০৪/২০
--------------------------------------------
এসেছে রমাদান সবার দ্বারে,
আয়রে ও মন তাপী, আয়রে ফিরে।
সারাজীবন ছুটলি দিকবিদিকে,
দেখলি না কী আছে কুরআন পাকে,
তাইতো পড়েছিস তুই দুর্বিপাকে,
ও মন পাপী, আয়রে প্রভুর দিকে।
কত তন্ত্র মন্ত্র পড়লিরে তুই,
পড়লি না শুধু কুরআন, যাবি কই?
এখনো সময় আছে, পড় কুরআন,
ও মন দেখবি তুই, বুঝবি মাওলার শান।
দিকে দিকে অশান্তি আর দুর্ভোগ,
খেয়েছিস হারাম, আজ তাই কষ্টভোগ।
এখনো সময় আছে, শুধরে যা,
পাবি ক্ষমা, সলাত পড়, থাক রোজা।
হারাম ছাড়, মিথ্যা ছাড়, ডাক আল্লাহকে,
সত্য ধর, শান্তি পাবি পরলোকে।
*****
লেখকঃ
আমার শ্রদ্ধেয় স্যার,
জনাব মোঃ মোক্তার আলী।
প্রভাষক (অবসর প্রাপ্ত), সরকারী কেশবপুর কলেজ, কেশবপুর, যশোর।
প্রভাষক (অবসর প্রাপ্ত), সরকারী কেশবপুর কলেজ, কেশবপুর, যশোর।
(পোস্টি স্যারের ফেসবুক থেকে সংগৃহীত)।
0 Comments