Home My Fb Contact About
 
নিউজ My Horse ♥ amartn24 এর পক্ষ থেকে সবাই কে জানাই, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন টিপস এবং দেশ আর দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আজগর আলীী। My Horse  

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন পরিচিতি। > (মোঃ আজগর আলী)

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা।[২] তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।

মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
জন্ম২৫ জানুয়ারি ১৮২৪
সাগরদাঁড়ি, যশোরব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশ)
মৃত্যু২৯ জুন ১৮৭৩ (বয়স ৪৯)[১]
কলকাতাব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গে)
ছদ্মনামটিমোথি পেনপোয়েম
পেশাকবিনাট্যকার
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
বিষয়সাহিত্য
সাহিত্য আন্দোলনবাংলার নবজাগরণ
দাম্পত্যসঙ্গীরেবেকা ম্যাকটাভিস
হেনরিতা সোফিয়া হোয়াইট
সন্তাননেপোলিয়ন
শর্মিষ্ঠা

ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময়েই তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করতে শুরু করেন।

মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো দ্য ক্যাপটিভ লেডিশর্মিষ্ঠাকৃষ্ণকুমারী (নাটক)পদ্মাবতী (নাটক)বুড়ো শালিকের ঘাড়ে রোঁএকেই কি বলে সভ্যতাতিলোত্তমাসম্ভব কাব্যবীরাঙ্গনা কাব্যব্রজাঙ্গনা কাব্যচতুর্দশপদী কবিতাবলীহেকটর বধ [৩] ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।


প্রচারে, 
মোঃ আজগর আলী
মোবাইল নংঃ 01718-651431
ই-মেইলঃ  azgarasik@gmail.com
ফেসবুকঃ এখানে দেখুন

 

Post a Comment

0 Comments