Home My Fb Contact About
 
নিউজ My Horse ♥ amartn24 এর পক্ষ থেকে সবাই কে জানাই, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন টিপস এবং দেশ আর দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আজগর আলীী। My Horse  

 দায়িত্বশীল মুমিনের ভূমিকা
লেখকঃ শ্রদ্ধেয় স্যার  মোঃ মোক্তার আলী 
--------------------------—--------------------------

  একজনের মুমিনের অন্যতম দায়িত্ব হলো দাওয়াত ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে ডাকা। তাই একজন মুমিন মানেই তিনি দায়ী ইলাল্লাহ।

এ বিষয়টি একটু বিশদ আলোচনার দাবী রাখে যা একটি পুস্তিকায় পরিণত হবে। আলোচ্য বিষয়টির পয়েন্টগগুলো নীচে দেয়া হলো। অতপর একটু বিশদ আলোচনা করা যাবে ইনশাআল্লাহ

১.ভূমিকা

২. দাওয়তের অর্থ

৩. দাওয়াতের প্রকারভেদ

৪. এ উভয়বিধ দাওয়াতের স্বাভাবিক ফল

৫. দাওয়াতের উদ্দেশ্য

৬. নাবী-রাসূল প্রেরণের উদ্দেশ্য

৭. নাবী - রাসূল কাদের কাছে দাওয়াত দিতেন

৮. মুমিনের দাওয়াত কাদের কাছে

৯. দাওয়াতের স্বরূপ বা বৈশিষ্ট্য

 দাওয়াতের গুরুত্ব

১. দাওয়াত দেয়া নাবীয়ানা কাজ

২. দাওয়াতের মাধ্যমে ইসলামের ব্যাপক প্রচার সাধিত হয়

৩. দাওয়াত দেয়া উম্মাতের জন্য ফারজ

৪. দাওয়াত শ্রেষ্ঠ কথা

৫. দাওয়াত সমাজ সংস্কার ও পুণর্গঠনের কাজ 

৬. নিজে ইসলামের পিথে টিকে থাকার জন্য দাওয়াত

৭. আলকুর লআনকে পূর্ণভাবে মানার জন্য দাওয়াত

৮. পূর্ণাঙ্গ ইসলাম সমাজে প্রতিষ্ঠার জন্য দাওয়াত

৯. দায়ী ইলাল্লাহ আল্লাহর সাহায্যকারী

দাওয়াতী কাজ না করার পরিণতি

দাওয়াত কীভাবে

১. ব্যক্তিগতভাবে

২. সমষ্টিগতভাবে

৩.  ফকীহদের দাওয়াত

৪. রাষ্ট্রীয়ভাবে


দাওয়াতে লাভ

১. জ্ঞান বৃদ্ধি হয়

২. ইলম মুতাবিক আমলের সুযোগ আসে

৩. নিজকে সংশোধনের সুযোগ করার যোগ্যতা তৈরি হয়

৪. দায়ী ইলাল্লাহ সৌভাগ্যবান

৫.  দাওয়াত সাদকায়ে জারীয়াহ

৬. প্রজ্ঞা ও বিচক্ষণতা বৃদ্ধি পায়

৭. আল্লাহর সন্তুষ্টি হাসিল সহজ হয়

৮. খিলাফাত প্রতিষ্ঠা ও শান্তির রাজ্য  কায়েম হয়

৯. পাপ করা কঠিন হয় ও আমলে সলেহ করা সহজ হয়

১০.  রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত হয়

  দাওয়াতে বাধা / অন্তরায়

১. উপহাস-ঠাট্টা- বিদ্রুপ

২. লোভ - প্রলোভন, উপঢৌকন

৩.  ফাঁদ -ষড়যন্ত্র, চরম নির্যাতন   বিরোধিতার স্তর

১ শয়তান

২. নাফস

৩. পারিবারিক বাধা 

৪.  সামাজিক বাধা

৫.  কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী বা  রাষ্ট্রশক্তির বাধা 

৬. অপসংস্কৃতির বাধা

৭. আলিমদের বাধা

৮. আন্তর্জাতিক শক্তির বাধা

  দাওয়াত ইলাল্লাহর কৌশল/ পদ্ধতি

১. টার্গেট নির্ধারণ ও পরিকল্পনা গ্রহণ

২. টার্গেটকৃত ব্যক্তিদের সাথে ব্যক্তিগত সম্প্রীতি স্থাপন

৩. তাদের ভাল কাজের স্বীকৃতি দেয়া

৪. দোষ-ত্রুটি  কম ধরা

৫. মাঝে মাঝে দায়িত্বশীলদের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়া 

৬. তাদের সামষ্টিক পাঠ/ তারবিয়াতী বৈঠক/ দাওয়াতী সভায় হাজির করানোর চেষ্টা করা

দায়ী ইলাল্লাহর গুণাবলী

১. ইসলামের সঠিক ও সম্যক জ্ঞানার্জন

২. আল্লাহ ও আলকুরআনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন

৩. ইসলামের অনুশাসন মেনে চলা

৪. দীব হবে জীবন উদ্দেশ্য

৫. শাহেদে হাক/ ইসলামের নমুনা/ ইসলামী আদর্শএর মূর্ত প্রতীক হওয়া

৬. হিকমাতের সাথে দাওয়াত দেয়া

৭. উদারচিত্ত হওয়া 

৮.. সঙ্গে সঙ্গে ত্রুটি না ধরা

৯. নিয়্যাত সহীহ করা

১০.  সকল ক্ষেত্রে আল্লাহর বড়ত্ব - শ্রেষ্ঠত্ব ঘোষণা করা

১১. পোশাক- পরিচ্ছদ পরিচ্ছন্ন হওয়া

১২. ব্যক্তিত্বসম্পন্ন হওয়া

১৩. দৈহিক ও মানসিক উপযুক্ততা অর্জন করা 

১৪. প্রচলিত রসম-রেওয়াজ রেওয়াজ ও অপবিত্রতা থেকে মুক্ত থাকা

১৫. ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করা

১৬. সহজ-সরল জীবন যাপন করা

১৭. প্রদর্শনেচ্ছা ত্যাগ করা

১৮. আল্লাহর স্রষ্টিকে ভালোবাসা

১৯. কথা ও ভাষা প্রাঞ্জল হওয়া

২০. সত্যের প্রতি অটল-অবিচল থাকা

২১. ব্যবহারে অমায়িক হওয়া ও রূঢ়তা পরিহার করা

২২. কোমল ভাষায় দাওয়াত দেয়া

২৩. অনর্থক বিতর্কে জড়িয়ে না পড়া

২৪. হিতাকাঙ্ক্ষী হওয়া

২৫. দাওয়াতী কাজে আধুনিক পন্থা অবলম্বন করা

২৬.  সহজ-সরল ভাষায় দাওয়াত দেয়া

২৭. দীনকে সহজভাবে উপস্থাপন করা

২৮. সময়- পরিবেশ বুঝে এবং ব্যক্তির জ্ঞান, যোগ্যতা ও মর্যাদা অনুযায়ী  কথা বলা

২৯. ইসলাম মেনে চলার উপকার বোঝানো

৩০. আলকুরআন ও সুন্নাহর প্রতি আকর্ষণ সৃষ্টির চেষ্টা করা (চলবে)



মোঃ আজগর আলী

মোবাইল নংঃ 01718-651431

চিংড়া,কেশবপুর,যশোর।

Post a Comment

0 Comments