Home My Fb Contact About
 
নিউজ My Horse ♥ amartn24 এর পক্ষ থেকে সবাই কে জানাই, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন টিপস এবং দেশ আর দেশের বাইরের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি আজগর আলীী। My Horse  

ধামরাইয়ে সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা

 


ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা শাহীনসহ দুই খুনি আটকের পর ধামরাই থানায় সোপর্দ করেছে।  


আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।


নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।



 ধামরাই প্রেসক্লাবের সহসভাপতি ছিলেন তিনি।

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে দুই তাকে প্রকাশ্যে গলা কেটে পালানোর চেষ্টা করে। আহত অবস্থায় তাকে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


এদিকে, সাংবাদিক জুলহাসের মৃত্যুতে ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



তারা খুনিদের দ্রুত বিচার দাবি করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।  

সূত্রঃবিডি প্রতিদিন

Post a Comment

0 Comments